ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

তিন দিক থেকে ভারতকে ঘিরে ধরেছে তুরস্কের ড্রোন, দাবি ভারতীয় মিডিয়ার!

প্রকাশিত: ১৭:১৩, ৫ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৪২, ৫ মার্চ ২০২৫

তিন দিক থেকে ভারতকে ঘিরে ধরেছে তুরস্কের ড্রোন, দাবি ভারতীয় মিডিয়ার!

ছবি: সংগৃহীত

এ বছরের শুরুতেই যখন তুরস্কে বাণিজ্যমন্ত্রী ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসলেন তখন থেকেই কী যেন হয়েছে ভারতের। বাংলাদেশের সাথে এত খাতির কীসের এরদোয়ানের দেশের? এমন প্রশ্নই করে গেছেন নিজেকে। মার্চে আবার নিজেদের প্রশ্নের উত্তর নিজেরাই নিয়ে হাজির হয়েছে দেশটি।

বলছে বাংলাদেশের হাতে তুরস্কের বড্ড খতরনাক ড্রোন পৌছে গেছে এবং সেটা সীমান্তে মোতায়েনও করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই বলছে শুধু বাংলাদেশি নয় বরং মালদ্বীপ ও পাকিস্তানও ভারতের দিকে তাক করে রেখেছে একই মডেলের টার্কিশ ড্রোন। চারিদিকে এমন সাজ সাজ পরিস্থিতিতে ভারতের সেনারাও রয়েছে সতর্ক অবস্থানে। 

 

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=_NAyFWeXYG0

শিহাব

×