
কোলে নিয়ে সিংহকে খাওয়ালেন মোদী
গুজরাটের জামনগরে অবস্থিত অনন্ত আম্বানির ‘বনতারা’ বন্যপ্রাণী সংরক্ষণ, উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্র ঘুরে দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সফরে ২,০০০ প্রজাতির ১.৫ লক্ষেরও বেশি প্রাণীর আশ্রয়স্থল ‘বনতারা’ পরিদর্শন করেন তিনি।
এই সফরে তিনি বনতারার বিভিন্ন বিভাগের পাশাপাশি প্রাণীদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রও ঘুরে দেখেন। সেখানে তিনি এমআরআই কক্ষ, সিটি স্ক্যান, আইসিইউ সহ অন্যান্য আধুনিক চিকিৎসা সুবিধাগুলি পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রী মোদী বন্যপ্রাণী হাসপাতাল পরিদর্শন সেখানেকালে বেশ কয়েকটি প্রাণীকে কোলে নিয়ে খাওয়ান। এর মধ্যে ছিল সাদা সিংহের শাবক, এশীয় সিংহের শাবক এবং চিতাবাঘের শাবক।
এছাড়াও, প্রধানমন্ত্রী কয়েকটি কারাকাল শাবককেও খাওয়ান, যা বর্তমানে বিরল হয়ে পড়েছে ভারতে। তিনি সোনালি বাঘ, তুষারচিতা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, জলহস্তী, কুমির, একশৃঙ্গ গন্ডার এবং জিরাফের মতো হিংস্র বন্যপ্রাণীদের আবাসস্থল ঘুরে দেখেন তিনি।
বনতারায় একটি নতুন হাতি হাসপাতালের কাজও চলছে, যা পরিদর্শন করেন মোদী। মোদী এই উদ্যোগের জন্য অনন্ত আম্বানি এবং তাঁর দলের প্রশংসা করেন। তাঁর মতে, এই উদ্যোগ পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বন্যপ্রাণীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোদী এই সফরের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন। মোদী সেই পোস্টে লিখেছেন, ‘বনতারা নামে একটি অনন্য বন্যপ্রাণী সংরক্ষণ, উদ্ধার এবং পুনর্বাসন উদ্যোগের উদ্বোধন করেছি। এই কেন্দ্র পরিবেশের স্থায়িত্ব বজায় রাখা এবং বন্যপ্রাণীদের কল্যাণের পাশাপাশি প্রাণীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। এই অত্যন্ত সহানুভূতিশীল প্রচেষ্টার জন্য আমি অনন্ত আম্বানি এবং তাঁর পুরো দলের প্রশংসা করি।’
আশিক