
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অস্ত্র সমর্পণের শর্তে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল। তবে এই শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস।
মঙ্গলবার (৪ মার্চ) জেরুজালেমে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে, গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে এবং হামাস ও ইসলামিক জিহাদকে অস্ত্র সমর্পণ করতে হবে।
তবে ইসরাইলের এই শর্তকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটির শীর্ষ নেতা সামি আবু জুহরি বলেন, “প্রতিরোধ বাহিনীর অস্ত্র নিয়ে কোনো সমঝোতা হতে পারে না। এটি আমাদের জন্য রেড লাইন এবং আমরা কখনোই এতে রাজি হব না।”
উল্লেখ্য, গাজা যুদ্ধের শুরুতে হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সামরিক অভিযান শুরু করেছিল ইসরাইল। কিন্তু সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পর এখন তারা হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য করতে চাচ্ছে।
সূত্র: এএফপি
মো. মহিউদ্দিন