
ছবি সংগৃহীত
ইসরায়েলের কারাগার থেকে দীর্ঘ ২৩ বছর পর মুক্তি পেয়েছেন ৬৫ বছর বয়সী ফিলিস্তিনি নেতা হামেদ আল জার। মুক্তির পর প্রথমবার তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করেছেন।
৭০ জনেরও বেশি পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ ইফতারের আয়োজন করেছিলেন হামেদ আল জার, যেখানে পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করেছেন প্রিয় খাবার মাকলুবা।
ইসরায়েলের কারাগারে বন্দি থাকার সময় তার প্রিয় খাবারের তালিকায় ছিল মাকলুবা, যা আজ তার পরিবারের সঙ্গে একত্রিত হয়ে খেতে পেরেছেন। সন্তান, নাতি-নাতনির ঘিরে তাকে আনন্দিত দেখাচ্ছিল।
হামেদ আল জার ইফতার শেষে বলেন, "আমি অপেক্ষায় ছিলাম, সন্তানদের সঙ্গে বসে মাকলুবা খাওয়ার জন্য। এতদিন কারাগারে থেকে প্রতিদিন পরিবারকে স্মরণ করেছি। আজ আমি আমার সন্তান, স্ত্রী, নাতি-নাতনীদের সঙ্গে একসঙ্গে খেতে পারছি। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।"
২৩ বছরের কারাবাস শেষে আজ তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তে পরিণত হয়েছে। ইফতার এর পরিবেশ ছিল উষ্ণ ও আনন্দময়, যেখানে তিনি পরিবারের সঙ্গে দিনটি কাটিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
আশিক