ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

দুবাই লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতলেন প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর

প্রকাশিত: ২২:১৮, ৪ মার্চ ২০২৫

দুবাই লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতলেন প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর

আবু ধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম পুরস্কার জিতে নিয়েছেন দুবাইয়ের বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ কোটি টাকা। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি তিনি লটারির টিকিট কেনেন।  


একটি টিকিটেই ভাগ্য বদলে গেছে জাহাঙ্গীরের। জাহাজ নির্মাণ শিল্প কর্মী বছর চুয়াল্লিশের জাহাঙ্গীর আলম, গত ৬ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। তবে তার পরিবার এখনও বাংলাদেশে রয়েছে। বিগ টিকিট লটারি প্রতিযোগিতায় অংশ নিতে তার ১৪ জন বন্ধুদের সাথে মিলে গত ৩ বছর ধরে প্রতি মাসে টিকিট কিনতেন জাহাঙ্গীর। 


তিনি বলেন, যখন লটারি জেতার কলটি আসে, আমি তখন নামাজে ছিলাম। যখন আমি বাইরে বের হলাম, আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য খবরটি জানায়।তখন থেকে আমি আনন্দের জোয়ারে ভাসছি । তবে সবচেয়ে বড় বিষয় হলো, এই পুরস্কার শুধু আমার নয়, এটি আমার  ১৪ জন বন্ধু ও তাদের পরিবারেরও।

লটারিতে জেতা টাকা থেকে জাহাঙ্গীর দুবাইতে একটি ছোট ব্যবসা শুরু করার এবং তার বন্ধুদের সাথে উদ্যোগটি ভাগ করার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আমি আশা করি আমার গল্পে অন্যরা অনুপ্রাণিত হবে এবং এই অবিশ্বাস্য যাত্রার অংশ হতে এগিয়ে আসবে।

সূত্র : খালিজ টাইমস

×