
বিশ্বজুড়ে ব্যাপকভাবে শুরু হয়েছে স্থলতা
বিশ্বজুড়ে শারীরিক স্থূলতা ব্যাপকভাবে বেড়ে গেছে। যদি এই গতি অব্যাহত থাকে তাহলে আগামী ২০৫০ সালে স্থূলতায় ভুগবেন ৩৮০ কোটি প্রাপ্তবয়স্ক এবং ৭৪ কোটি ৬০ লাখ শিশু। শতকরা হিসেবে এই হার হবে বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ। খবর এএফপির।
সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা ও বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক প্রবন্ধে উল্লেখ করা হয়েছে এ তথ্য। প্রবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগের অধ্যাপক ইমানুয়েলা গ্যাকিদৌ। প্রবন্ধটি লেখার জন্য বিশ্বের ২০৪টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের লোকজনের জীবনযাপন, খাদ্যাভ্যাসসহ বিভিন্ন তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণ করতে হয়েছে অধ্যাপক ইমানুয়েলাকে।
এ গবেষণায় আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটসের প্রতিষ্ঠিত সংস্থা গেটস ফাউন্ডেশন। গবেষণা শুরুর পর ইমানুয়েলা জানতে পারেন, গত তিন দশকে বিশ্বে শারীরিকভাবে স্থূল লোকজনের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০২১ সালে পৃথিবীতে ৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে স্থূলতায় আক্রান্তদের সংখ্যা ছিল ৪৯ কোটি ৩০ লাখ এবং স্থূলতায় আক্রান্ত প্রাপ্তবয়স্কদের সংখ্যা ছিল ২১০ কোটি। ঠিক কী কারণে শারীরিকভাবে স্থূল লোকজনের সংখ্যা এত দ্রুত বাড়ছে, বলা মুশকিল। কারণ এর সঙ্গে অনেক কিছু সংশ্লিষ্ট।
তবে গবেষণায় দেখা গেছে, উন্নত বিশ্বের তুলনায় স্বল্পেন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে স্থূলতা ছড়িয়ে পড়ার হার অনেক বেশি। উদাহারণ হিসেবে বলা যায়, গত তিন দশকে আফ্রিকার সাব সাহারান অঞ্চলে শতকরা হিসেবে স্থূল লোকজনদের হার বেড়েছে অন্তত ২৫০ শতাংশ। বর্তমানে সাব সাহারান অঞ্চলের ৮ দেশ অ্যাঙ্গোলা, বুরুন্ডি, বতসোয়ানা, বুরকিনা ফাসো, বেনিন, কাবো ভার্দে, ক্যামেরুন এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ৫২ কোটি ২০ লাখ প্রাপ্তবয়স্ক।