ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

কেন জেলেনস্কিকে অপমান করলেন ট্রাম্প!

প্রকাশিত: ২০:৫৯, ৪ মার্চ ২০২৫

কেন জেলেনস্কিকে অপমান করলেন ট্রাম্প!

ছবি সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে এনে অপমান করার পর এবার দেশটিতে সামরিক সহায়তা স্থগিত করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতায় বড় ধরনের প্রভাব ফেলবে।

সিএনএন জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে জানা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি আলোচনার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বিশ্লেষকরা বলছেন, ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ও গোলাবারুদের ওপর ভর করেই সামরিকভাবে শক্তিশালী রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। কিন্তু তা সত্ত্বেও তারা যুদ্ধক্ষেত্রে ক্রমাগত পিছু হটছে, এবং ইতোমধ্যে ইউক্রেনের ২০ শতাংশ এলাকা রুশদের নিয়ন্ত্রণে চলে গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ করলে যুদ্ধের মোড় পুরোপুরি রাশিয়ার পক্ষে চলে যেতে পারে, যা জেলেনস্কিকে বাধ্য করবে শান্তি আলোচনায় বসতে। তবে এতে ইউক্রেনের সার্বভৌমত্ব কতটা অক্ষুণ্ন থাকবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার লক্ষ্য শান্তি। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তাই সামরিক সহায়তা স্থগিত করা হয়েছে এবং তা পুনর্মূল্যায়ন করা হচ্ছে।”

আশিক

×