
ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সব সামরিক সাহায্য স্থগিত করেছেন, তার পূর্বে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি বিধ্বংসী বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
এই অবস্থায়, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন ইউক্রেনের জন্য "তাত্ক্ষণিক" সামরিক সহায়তা প্রদানসহ ইউরোপীয় প্রতিরক্ষার জন্য ৮০০ বিলিয়ন ইউরো (৮৪১.৫ বিলিয়ন ডলার) সংগ্রহের একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যা ইউএসের সহায়তা বন্ধ হওয়ার পর ইউক্রেনের জন্য সহায়ক হতে পারে।
ইউএসের এই পদক্ষেপ ট্রাম্পের ওই অভিযোগের পরেই এসেছে, যেখানে তিনি জেলেনস্কিকে দোষারোপ করেছেন যে, ইউক্রেন শান্তি চায় না "যতক্ষণ না তাকে আমেরিকার সমর্থন পাওয়া যাচ্ছে"। এই পদক্ষেপ ইউক্রেনের রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি বড় ধাক্কা হতে পারে।
এদিকে, ট্রাম্প মঙ্গলবার কংগ্রেসে বক্তব্য দেয়ার সময় ঘোষণা করেছেন, মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং চীন থেকে আমদানির ওপর আরো ১০ শতাংশ শুল্ক যোগ করা হবে, যা গত মাসে আরোপিত ১০ শতাংশ শুল্কের ওপর বাড়তি হবে।
মারিয়া