ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ভাড়ায় মুরগি চলে যেখানে !

প্রকাশিত: ১৫:০৯, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১৫:১১, ৪ মার্চ ২০২৫

ভাড়ায় মুরগি চলে যেখানে !

ছবি: সংগৃহীত

ভাড়ায় মুরগি নিয়ে লালন-পালনের পর ফিরিয়ে দিতে হবে। এমন অভিনব কাজ করেছে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক ব্যবসায়ী। রীতিমতো সাড়া ফেলেছে তার কাজ।   

ডিমের চড়া দামের বিপরীতে এমন অভিনব সমাধান বের করেছে তিনি। ৬০০ ডলারে ছয় মাসের জন্য পাওয়া যাবে একজোড়া মুরগি, সঙ্গে খাবার আর লালন-পালনের সহায়তা। দুই থেকে চারটি পর্যন্ত মুরগি ভাড়া দেওয়া হয়, টিউটোরিয়ালসহ সব ধরনের সুবিধাও মিলবে। দুটি মুরগি থেকে সপ্তাহে ১২ থেকে ১৪টি ডিম পাওয়া যাবে।

দেশটিতে ডিমের দাম নাগালের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে অভিনব উপায় বের করেছেন নিউ হ্যাম্পশায়ারের ব্যবসায়ী ক্রিস্টিন ও ব্রায়ান। তারা চালু করেছেন "রেন্ট দা চিকেন" অফার।  


মানুষ এই পদক্ষেপে খুশি। ডিম সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখছে। ম্যানহাটনের এক ফিজিওথেরাপিস্ট তার রোগীদের কাছে স্বল্পমূল্যে বিক্রি করছেন খামার থেকে পাওয়া ডিম—ডজন প্রতি মাত্র ৯ ডলারে। 
 

শিলা ইসলাম

×