ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রিসোর্টের আকাশসীমায় একদিনে তিনবার অনুপ্রবেশ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ১১:৫২, ৪ মার্চ ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রিসোর্টের আকাশসীমায় একদিনে তিনবার অনুপ্রবেশ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে তিনটি বেসামরিক বিমান অনুপ্রবেশ করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টের আকাশসীমায়। এসব অনুপ্রবেশ প্রতিহত করতে ফাইটার জেট পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড)-কে।

প্রথম অনুপ্রবেশের ঘটনা ঘটে সকাল ১১:০৫ মিনিটে, এরপর ১২:১০ মিনিটে দ্বিতীয়বার, এবং তার ৪০ মিনিট পর তৃতীয়বার বেসামরিক বিমান নিষিদ্ধ আকাশসীমা লঙ্ঘন করে। এটি নতুন কিছু নয়; সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে, যা বিশ্লেষকদের উদ্বেগ বাড়াচ্ছে।

পরিকল্পিত নাকি কাকতালীয়?
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব ঘটনা নেহাত দুর্ঘটনা নাও হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ দিনগুলোর আগে ও পরে এ ধরনের অনুপ্রবেশ বেশি হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি (প্রেসিডেন্টস ডে) এবং ১৮ ফেব্রুয়ারিতেও একই ধরনের ঘটনা ঘটেছে। ফলে কেউ কি ট্রাম্পকে উদ্দেশ্য করেই বার্তা দিতে চাইছে, নাকি এটি বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত—তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

নোরাড জানায়, প্রতিটি অনুপ্রবেশের সময় দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে ফাইটার জেট মোতায়েন করা হয়েছে এবং ফ্লেয়ার ব্যবহার করে বিমানগুলোকে সতর্ক করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এসব বারবার ঘটায় মার্কিন নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

তদন্ত চলছে
মার্কিন সামরিক ও বিমান বাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অনুপ্রবেশ ইচ্ছাকৃত নাকি কেবলই ভুলবশত হয়েছে, তা জানতে তদন্ত চলছে। শিগগিরই প্রকৃত কারণ উদঘাটন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে ক্রমবর্ধমান এ ধরনের ঘটনায় মার-আ-লাগোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে এমন ঘটনা ভবিষ্যতে আরও কঠোর প্রতিক্রিয়ার দিকে নিয়ে যেতে পারে।

সূত্র : https://www.youtube.com/watch?v=j32aaEt6nqk

রাজু

×