
ছবি: সংগৃহীত
ট্রাম্পের কথামত তাদের সরিয়ে নয়, বরং তাদের মাতৃভূমিতে রেখেই যুদ্ধবিদ্ধস্ত অঞ্চলগুলো গড়ে তোলার পরিকল্পনা করছে মুসলিম দেশগুলো। ট্রাম্পের ভয়ঙ্কর পরিকল্পনার বিরুদ্ধে মিশরে এক হচ্ছেন আরব বিশ্বের নেতারা। আর এখবর শুনেই ষড়যন্ত্র শুরু করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানইয়াহু। আরবলীগের সেই বৈঠকে গাজা পূনর্গঠনে মিশরের আনা এক প্রস্তাব তুলে ধরা হবে। তবে মুসলিম দেশগুলোর এমন পরিকল্পনা আটকাতে যুদ্ধবিরতি ভাঙার মরিয়া চেষ্টা করছেন নেতানইয়াহু। গাজার সীমান্তে আবারো মোতায়েন করা হয়েছে যুদ্ধযান।
আজ মঙ্গলবার, মিশরের রাজধানী কায়রোতে গাজা নিয়ে জরুরী এক বৈঠকে বসবেন মুসলিম পরাশক্তি দেশগুলোর নেতারা। ক্ষমতায় এসে যুদ্ধবন্ধের ঘোষণা দিয়ে রাখলেও হোয়াইট হাউজে প্রবেশের পর গাজা নিয়ে পুরো বেঁকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে ইজরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানইয়াহুর সাথে এক বৈঠকের পর এক ঘোষণা দেন, গাজা দখলে নেওয়ার। নতুন করে গাজাকে গড়ে তুললেও তাতে ফিলিস্তিনিদের কোনো জায়গা হবেনা বলে এক বিস্ফোরক ঘোষণাও আসে। ফিলিস্তিনিদের জায়গা দিতে, জর্ডান মিশরের মত দেশগুলোকে চাপ দিতে থাকেন ট্রাম্প। গেল সপ্তাহেই নেতানইয়াহু মাস্কসহ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই তৈরী যুক্তরাষ্ট্রের দখলে থাকা গাজার এক বিকৃত ভিডিও প্রকশ করেন তিনি। তবে ট্রাম্পের এমন কান্ডজ্ঞানহীন ঘটনার বিরুদ্ধে ফুঁসে ওঠে মুসলিম দেশগুলো। গাজার বাসিন্দাদেরকে নিজ মাতৃভূমি থ্যেকে বিতাড়িত করার যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন মোহাম্মদ বিন সালমান, রেসেপ তায়িপ এরদোয়ান, মাসুদ পেজেশকিয়ান এর মত নেতারা। ফিলিস্তিন নিয়ে ইজরায়েল ও যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেন তারা।
দেড় বছরের যুদ্ধে বিধ্বস্ত গাজাকে গড়ে তুলতে ট্রাম্পের বিরুদ্ধে পরিকল্পনায় নামে মুসলিম দেশগুলো। বাসিন্দাদের বাদ দিয়ে নয় বরং তাদের রেখেই গাজার পুনর্গঠনে আনা এক প্রস্তাব প্রস্তুত করেছে মিশর। আরব লীগের জরূরী বৈঠকে মুসলিম নেতাদের সামনে এই পরিকল্পনা তুলে ধরা হবে। বিধ্বস্ত গাজাকে গড়ে তুলতে ৩-৫ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে মিশর সরকার। গাজায় ঘরবাড়ি গঠনের সময়টাতে বাসিন্দাদের জন্য ব্যবস্থা করা হবে সুরক্ষিত ক্যাম্পের।
কায়রোর এই সম্মেলনে সৌদি আরব, ইরাক, জর্ডান, কাতার, লেবাননের রাষ্ট্রনেতাদের অংস নেওয়ার কথা আছে। এছাড়াও সিরিয়ার নেতা আল সাড়াকে সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ করা হয়েছে। আরব নেতাদের এই সম্মেলনে উপস্থিত থাকবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও।
সুত্র: https://www.youtube.com/watch?v=tDCMX855MXw
রাকিবুল