
ইরানি ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ
ইরানের বিচার বিভাগের প্রধানের ‘উপদেশ’ মেনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। পদত্যাগপত্রে গত ছয় মাসকে নিজের ৪০ বছরের রাজনৈতিক জীবনের ‘সবচেয়ে তিক্ত’ সময় বলে উল্লেখ করেছেন জারিফ। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে বিরোধীরা তার সমালোচনা করে আসছিলেন।
সোমবার (৩ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। পদত্যাগপত্রে গত ৯ মাস প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে নিবেদিতভাবে কাজ করার কথা উল্লেখ করে জারিফ লেখেন, ছয় মাস ধরে তাকে ও তার পরিবারকে জঘন্য অপমান, অপবাদ এবং হুমকি সহ্য করতে হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, জারিফের সমালোচকদের অনেকের অভিযোগ, তাকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হয়েছে। কারণ, তার সন্তানেরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। তারা জন্মসূত্রে ওই দেশের নাগরিক।
জারিফ পেজেশকিয়ানের মন্ত্রিসভা ও সরকারের বিভিন্ন বিভাগের নিয়োগ কমিটিতে ছিলেন। রক্ষণশীল রাজনীতিবিদেরা তাকে অপসারণ করতে চাইছিলেন। তাকে অপসারণ করতে তারা সম্প্রতি পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। এর পর থেকেই জারিফের পদত্যাগের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু তা সত্যি নয় বলে সব সময় উড়িয়ে দিয়েছিলেন তিনি।
এর আগে, জারিফকে নিজের সরকারে কৌশলগতবিষয়ক পরামর্শদাতা হিসেবে বেছে নিয়েছিলেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনী প্রচারে পেজেশকিয়ানের পক্ষে ভোট চেয়েছিলেন জারিফ।
শহীদ