ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

মোদির সবচেয়ে বড় বিপদের কারণ ট্রাম্প!

প্রকাশিত: ২০:১২, ৩ মার্চ ২০২৫

মোদির সবচেয়ে বড় বিপদের কারণ ট্রাম্প!

ছবি: সংগৃহীত

চারপাশে ক্যামেরার ঝলকানি। জনতার উল্লাসে স্টেডিয়ামে ঢেউ তোলা গগনচুম্বি স্লোগান মোদি মোদি। ২০১৯ সালে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেছিলেন তখন অনেকেই ধরে নিয়েছিলেন ভারত আমেরিকা সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছে গেছে। কিন্তু পাঁচ বছর পর চিত্রটা অনেকটাই বদলে গেছে। 

বন্ধুত্ব নেই, বরং রয়েছে সন্দেহ। অভিযোগ আর মোদির জন্য স্পষ্ট বার্তা। ট্রাম্প কারো বন্ধু নন। ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষক রবিশংকর লিখেছেন ট্রাম্পের কৌশলের মধ্যেই আছে এক প্রকার পাগলামি। তার আচরণ যেন এক অজানা প্রতিশোধের সুগন্ধ ছড়িয়ে দেয়। ভারতকে ২১ মিলিয়ন ডলার অনুদান নেয়ার অভিযোগ টেনে এনে ট্রাম্প আসলে কী বুঝাতে চাইলেন।

চারবার তিনি এই দাবি করেছেন যা কেবলই কাকতালীও হতে পারেনা। কিন্তু আসল সত্য কী? রবিশংকর তার নিবন্ধে লিখেছেন, ডেটা বলছে ভারতীয় সরকারের জন্য ইউএসএআইডি অর্থায়ন ২০৪ বিলিয়ন ডলার থেকে কমে ১.৫ মিলিয়নে নেমে এসেছে। তাহলে ২১ মিলিয়ন ডলার আসলে কোথা থেকে এলো? 

এই অভিযোগ প্রমাণহীন কিন্তু মার্কিন রাজনীতিতে এটি যথেষ্ট আলোড়ন তুলেছে। ট্রাম্প বনাম মোদি কে কাকে কী বুঝাতে চাইছেন? ট্রাম্প যখন ভারতীয় ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তখনই আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তিনি নাকি ২৯ মিলিয়ন ডলার গোপনভাবে বাংলাদেশে প্রবাহিত হয়েছে বলেও দাবি করেছেন। 

 

ভিডি লিংক: https://www.youtube.com/watch?v=ZGu6rYB2jDo

শিহাব

×