ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

দ্বিতীয় নাকবার হুমকি ইসরাইলের

প্রকাশিত: ২০:১০, ৩ মার্চ ২০২৫

দ্বিতীয় নাকবার হুমকি ইসরাইলের

গাজার জাবালিয়ায় ধ্বংসযজ্ঞের মধ্যে নতুন করে জীবন শুরু করেছে ফিলিস্তিনি একটি পরিবার

দীর্ঘ ১৫ মাসের নজিরবিহীন সামরিক আগ্রাসন ও গণহত্যার পর গত জানুয়ারি মাসে গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর লাখ লাখ ফিলিস্তিনি তাদের যুদ্ধবিধ্বস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেন। ইসরাইল এখন ফিলিস্তিনিদের দ্বিতীয় নাকবার হুমকি দিচ্ছে। খবর আলজাজিরার। গাজা ও অন্যান্য অঞ্চল থেকে তাদের উচ্ছেদের পরিকল্পনা করছে। যদিও তারা ১৯৪৮ সালে সংঘটিত প্রথম নাকবা তথা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করার ঐতিহাসিক ঘটনাটি এখনো অস্বীকার করছে। গত মাসে আরও অনেকের মতো নিজের ঘরে ফেরেন গাজার বাসিন্দা সুফিয়ান আবু গাসান। ৭০ বছর বয়সী এ ফিলিস্তিনি এই ভেবে স্বস্তির নিশ্বাস পাচ্ছেন যে, ইসরাইলের গণহত্যা আপাতত বন্ধ আছে। তবে তিনি নিশ্চিত জানতেন যে, ইসরাইল গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে তাদের জীবনকে কঠিন করে তুলবে।

×