ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বিশ্বের সবচেয়ে ব্যর্থ গোয়েন্দা সংস্থায় পরিনত হয়েছে ভারতের ‌’র’

প্রকাশিত: ১৭:০১, ৩ মার্চ ২০২৫

বিশ্বের সবচেয়ে ব্যর্থ গোয়েন্দা সংস্থায় পরিনত হয়েছে ভারতের ‌’র’

ছবিঃ সংগৃহীত।

RAW বা Research and Analysis Wing ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা, যা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ভারত সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা, যা বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে এবং ভারতের জাতীয় নিরাপত্তা, কূটনীতি, এবং সামরিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। RAW প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালের চীন-ভারত এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিস্থিতির আলোকে গোয়েন্দা কার্যক্রম চালানোর জন্য এর প্রয়োজনীয়তা অনুভূত হয়। এরই ফলে, ভারতের সরকার ১৯৬৮ সালে RAW প্রতিষ্ঠা করে, যা বিদেশে ভারতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ শুরু করে।

যে কারণে র এর অনেককে বিদেশের ভারতীয় দূতাবাসগুলোতে চাকরি দেওয়া হয়। অনেক সময় তাদের নাম পরিবর্তন করে বিদেশে পাঠানো হয়। এর পিছনে কারণ হলো তাদের আসল নাম সিভিল সার্ভিসের তালিকায় রয়েছে। অনুসন্ধান সাংবাদিক জ্যোতিষ যাদব তার বইয়ে লিখেছেন, একবার র এর কর্মরত বিক্রম সিং কে বিশাল পন্ডিত নাম নিয়ে মস্কো যেতে হয়েছিল। তার পরিবারের সদস্যদেরও নাম বদল করা হয়েছিল। বিদেশে অবস্থানকালের কর্মকর্তাদের কারো পরিবারের যদি কোন শিশু জন্ম নেয় তবে তাকেও নকল পদবী দেওয়া হয়।

তবে এবার এই গোয়েন্দা সংস্থাটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুখ থুবড়ে পড়ছে। কিছুদিন আগে কানাডায় র এর বিরুদ্ধে গুপ্ত হত্যার অভিযোগ আনা হয়। এই ঘটনার জেরে ভারতের গোয়েন্দা বাহিনী র এর অটোয়া প্রধানকে বহিষ্কার করেছে কানাডা। এদিকে নেপাল ভুটানে যে চীন পন্থার উঠান তা ঠেকাতে কোন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি র। পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাদের কার্যক্রম অনেকটা খোলাসা হয়ে গেছে। সেখানে তারা তাদের কোন রকমের এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে না। এদিকে মালদ্বীপেও তারা ভারত বিরোধী মনোভাব ঠেকাতে পারেনি। আর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশে যেখানে তাদের একমাত্র মিত্র শেখ হাসিনাকে তারা বাঁচাতে পারেনি। উল্টো তল্পিতোল্পা নিয়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে তাদের।

 

 

মুহাম্মদ ওমর ফারুক

×