ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রমজান উপলক্ষে আরব আমিরাতের সুপার মার্কেটে চলছে বিপুল ছাড়

প্রকাশিত: ১০:৫৩, ৩ মার্চ ২০২৫

রমজান উপলক্ষে আরব আমিরাতের সুপার মার্কেটে চলছে বিপুল ছাড়

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে দশ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি প্রধান সুপার মার্কেট। এর মধ্যে একটি কোওপারেটিভ একাই ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় দিয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রণালয়।

খালিস টাইমসের খবরে জানা যায়, রমজান মাস জুড়ে লুলু হাইপার মার্কেটের ৬০০ টিরও বেশি শাখায় পাঁচ হাজার পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।

আরেকটি কোওপারেটিভ পাঁচ হাজারের বেশি পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক সুলতান দারবিশ।

তথ্যসূত্র: https://www.khaleejtimes.com/ramadan/ramadan-discounts-in-uae-supermarkets-offer-10000-products-in-50-bargain

আবীর

×