ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল

প্রকাশিত: ০৯:৩২, ৩ মার্চ ২০২৫

গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল

সংগৃহীত

 

রোববার (২ মার্চ) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে গাজায় ত্রাণ প্রবেশ করতে দেয়া হবে না বলে এক বিবৃতি প্রদান করা হয় ।

ইসরাইল জানান, হামাস জিম্মিদের মুক্তি না দেওয়া এবং যুদ্ধবিরতির সময় বর্ধিত করতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব পাস ওভার চলাকালে গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এই প্রস্তাব ইসরাইল মেনে নিলেও রাজি হয়নি হামাস। তারা নিয়ম অনুযায়ী যুদ্ধবিরোধী দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে চায়।

হামাসের উদ্দেশ্য গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ করা। চুক্তি অনুযায়ী প্রথম ধাপের যুদ্ধবিরোতির ১৬ তম দিন থেকে, দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা। তবে শুরু থেকেই গড়িমশি করে আসছে ইসরাইল।

 

×