ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

মরুভূমিতে শীতের রাজত্ব, কেয়ামতের আলামত নাকি অন্যকিছু?

প্রকাশিত: ০৭:২৬, ২ মার্চ ২০২৫

মরুভূমিতে শীতের রাজত্ব, কেয়ামতের আলামত নাকি অন্যকিছু?

ছবিঃ সংগৃহীত

সময়ের চাকা যেন উল্টো ঘুরতে শুরু করেছে! মধ্যপ্রাচ্যের উষ্ণ মরুর দেশে ঘটছে একের পর এক বিরল আবহাওয়াজনিত ঘটনা। প্রচণ্ড তাপমাত্রার জন্য পরিচিত সৌদি আরব ও কুয়েতের মতো দেশগুলোতে এবার বরফ পড়ছে, আর তাপমাত্রা নেমে যাচ্ছে মাইনাসে!

সাইবেরিয়া থেকে আসা তীব্র শৈত্যপ্রবাহের কারণে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চলছে প্রচণ্ড ঠান্ডা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির মুতরিবা ও সালমির তাপমাত্রা ছিল মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস, তবে ঠান্ডা বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা ছিল মাইনাস ৮ থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে, কুয়েত সিটিতে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত তাপমাত্রা ছিল শূন্যের কাছাকাছি। কুয়েতের আবহাওয়া দপ্তরের শীর্ষ কর্মকর্তা ঈসা রামাদান গালফ নিউজকে জানান, গেল ৬০ বছরের মধ্যে দেশটিতে এত ঠান্ডা পড়েনি।

সাধারণত, কুয়েতে বছরের বেশিরভাগ সময় তীব্র গরম থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা ৪২ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, মাঝে মাঝে আরও বেশি হয়ে যায়। শীতকালেও দিনের তাপমাত্রা সাধারণত ২০ ডিগ্রির আশেপাশে থাকে। কিন্তু এবছর শৈত্যপ্রবাহের কারণে দেশটিতে রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়েছে।

শুধু কুয়েত নয়, সৌদি আরবেও ঘটছে একই ঘটনা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাফা প্রদেশে প্রচণ্ড ঠান্ডার কারণে ঝর্ণার পানি বরফে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে, বরফের আস্তরণে ঢাকা পড়েছে ঝর্ণার ধারা, এমনকি গাছের পাতাগুলোতেও জমে গেছে বরফ!

শনিবার থেকে সৌদি আরবের উত্তর, মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলে শুরু হয় শৈত্যপ্রবাহ। মঙ্গলবার দেশটির সীমান্তবর্তী এলাকা তুরাইফে তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে। বিভিন্ন পুকুর ও পানির বেসিনেও বরফ জমে যাওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্ব মুসলিমদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পবিত্র স্থান সৌদি আরবে এমন বিরল আবহাওয়া সত্যিই বিস্ময়কর। একদিকে মরুভূমিতে বাড়ছে সবুজায়ন, অন্যদিকে প্রচণ্ড শীত ও তুষারঝড়ে বদলে যাচ্ছে চিরচেনা উষ্ণ আবহাওয়া। কখনো তুমুল বৃষ্টি ও বন্যায় ভেসে যাচ্ছে শহর, কখনো তীব্র তুষারঝড়ে ঢেকে যাচ্ছে মরুপ্রান্তর।

সৌদি আরব ও কুয়েতের এই বিরল আবহাওয়া পরিবর্তন বিশ্ববাসীকেও অবাক করে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা গভীর, তা যেন দিনের পর দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=z8bDeXxrX3k

ইমরান

×