ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

১৪তম সন্তানের জনক হলেন ইলন মাস্ক!

প্রকাশিত: ১৯:৫৯, ১ মার্চ ২০২৫

১৪তম সন্তানের জনক হলেন ইলন মাস্ক!

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ১৪তম সন্তানের বাবা হয়েছেন। তাঁর চতুর্থ বান্ধবী শিভন জিলিসের ঘরে জন্ম নিয়েছে ছেলে শিশু।


শিভন জিলিস তাঁর এক্স পোস্টে জানিয়েছেন, ইলনের সঙ্গে আলোচনা করেই তারা তাদের পুত্রসন্তান সেলডন লাইকুরগুসের পরিচয় দুনিয়ার সামনে আনলেন। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মাস্ক ও শিভনের অপর কন্যা সন্তান আরকাডিয়ার জন্মদিন। সেই দিনেই শিভন দুনিয়াকে মাস্কের ১৪তম সন্তানের পরিচয় করিয়ে দেন।


ইলনের ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী শিভন জিলিস ২০২১ সালে এই ধনকুবেরের যমজ সন্তান, আজুরে ও স্ট্রাইডারের জন্ম দেন। কেবল ব্যক্তিগত জীবনেই নয়, ইলনের পেশাগত জীবনেও শিভনের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিভন ছিলেন টেসলার সাবেক পরিচালক এবং বর্তমানে তিনি নিউরালিংকের ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড স্পেশাল প্রজেক্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


এছাড়া, শিভন জিলিস আরও তিন সন্তানের জন্ম দিয়েছেন ইলন মাস্কের জন্য, যার মধ্যে ২০২১ সালে যমজ সন্তান আজুরে ও স্ট্রাইডারও অন্তর্ভুক্ত। তিনি ইলনের কর্মজীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বর্তমানে নিউরালিংকের এক্সিকিউটিভ, ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড স্পেশাল প্রজেক্ট পদে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি টেসলার ডিরেক্টর পদেও ছিলেন।


সূত্র:https://tinyurl.com/54kk7v49

আফরোজা

×