ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রাশিয়া

জেলেনস্কির গায় হাত না তুলে সংযমের পরিচয় দিয়েছে ট্রাম্প

প্রকাশিত: ১৯:১১, ১ মার্চ ২০২৫

জেলেনস্কির গায় হাত না তুলে সংযমের পরিচয় দিয়েছে ট্রাম্প

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে হওয়া বৈঠকটি উত্তেজনা ও বাক-বিতণ্ডায় পরিণত হওয়ার জন্য রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেই দায়ী করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কির আচরণকে কড়া সমালোচনা করেছেন।

জাখারোভা বলেন, "বৈঠকে জেলেনস্কি যে ঔদ্ধত্য প্রদর্শন করেছেন, তাতে ট্রাম্প অবশ্যই সংযমের পরিচয় দিয়েছেন।" তিনি আরও বলেন, "যে হাত তাকে খাবার দেয়, সেই হাতেই কামড় দিতে উদ্যত হয়েছিলেন জেলেনস্কি।"

এরপর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভও টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, "এই প্রথম ট্রাম্প ওই কোকেন ক্লাউন (জেলেনস্কি)-এর মুখের ওপর সত্য কথা বলেছেন; তিনি বলেছেন কিয়েভ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে।"

রাশিয়ার এই নেতারা জেলেনস্কির আচরণকে অবজ্ঞা করে এবং তার প্রতি বিক্ষোভের ভাষা ব্যবহার করেছেন, যা আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এক উত্তেজনার সৃষ্টি করেছে।

 

 

মুহাম্মদ ওমর ফারুক

×