ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ট্রাম্পের সঙ্গে চেঁচামেচি, খাবার-সম্মান কিছুই পেলেন না জেলেনস্কি!

প্রকাশিত: ১৭:৪৪, ১ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৪৪, ১ মার্চ ২০২৫

ট্রাম্পের সঙ্গে চেঁচামেচি, খাবার-সম্মান কিছুই পেলেন না জেলেনস্কি!

ছবি: সংগৃহীত

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বৈঠক সম্পন্ন না করেই ওভাল অফিস ত্যাগ করেন জেলেনস্কি। কোন প্রকার চুক্তি হয়নি কিংবা আপ্যায়ন ও করা হয়নি জেলেনস্কিকে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব নেতারা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈঠকের পর এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, "ধন্যবাদ আমেরিকা, আমাদের সমর্থন ও সহায়তার জন্য। কৃতজ্ঞতা জানাই প্রেসিডেন্ট, কংগ্রেস এবং জনগণের প্রতি। ইউক্রেনের শান্তি প্রয়োজন, আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি।"

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্সে লিখেছেন, "রাশিয়া অবৈধ ও অন্যায়ভাবে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে। ইউক্রেনের জনগণ সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কানাডা সর্বদা পাশে থাকবে।"

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস মন্তব্য করেন, "ইউক্রেনের জনগণের চেয়ে শান্তি আর কেউ বেশি চায় না। তাই ন্যায়সঙ্গত শান্তির পথ খুঁজতে আমরা একসঙ্গে কাজ করছি। ইউক্রেন জার্মানি ও ইউরোপের ওপর নির্ভর করতে পারে।"

পর্তুগাল সফরে থাকা ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সাংবাদিকদের বলেন, "রাশিয়ার হামলায় ইউক্রেনের জনগণ চরম দুর্ভোগের শিকার হয়েছে। তিন বছর আগে ইউক্রেনকে সাহায্য করা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া কঠিন ছিল, যা এখনও চলমান। ইউক্রেনের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তার জন্য যারা সহযোগিতা করছে— আমেরিকা, ইউরোপ, কানাডা, জাপানসহ সবাই— তাদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত।"

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সতর্ক করে বলেন, "পশ্চিমাদের যেকোনো বিভক্তি আমাদের দুর্বল করে এবং তাদেরই সুবিধা বাড়ায়, যারা আমাদের সভ্যতার পতন চায়। এটি ক্ষমতা বা প্রভাবের লড়াই নয়, বরং স্বাধীনতার মতো মৌলিক নীতির ওপর নির্ভরশীল, যার ভিত্তিতে আমাদের সভ্যতা গড়ে উঠেছে। এই বিভাজন কারও জন্যই শুভ নয়।"

আসিফ

×