ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

পবিত্র রমজানে মুসলিমদের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

প্রকাশিত: ১৪:৪২, ১ মার্চ ২০২৫

পবিত্র রমজানে মুসলিমদের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্ব মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

নিজের বার্তায় ট্রুডো লেখেন, “আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।”

এছাড়া, এক বিবৃতিতে তিনি ফিলিস্তিনের গাজায় চলমান মানবিক সংকট নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, “একটি বিশেষ চ্যালেঞ্জিং সময়ে পবিত্র মাসটির আগমন ঘটেছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় মানবিক সংকট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।”

বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, অবশিষ্ট সব জিম্মিদের মুক্তি এবং বেসামরিক নাগরিকদের জন্য মানবিক ত্রাণের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারে কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সবশেষে, কানাডা সরকারের পক্ষ থেকে তিনি বিশ্বের সব মুসলমানদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “রমজান মুবারক!”

 

রাজু

×