ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রমজানে ১২ শ কারাবন্দিকে মুক্তি!

প্রকাশিত: ১০:৩৮, ১ মার্চ ২০২৫

রমজানে ১২ শ কারাবন্দিকে মুক্তি!

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দদের জন্য মাহে রমজান যেন আল্লাহ তায়ালার অনন্য নিয়ামত হিসেবে প্রতিবছর ফিরে আসে। শুক্রবার রাতে তারাবির নামাজ দিয়ে দেশটিতে অবস্থানরত মুসলমানরা রোজা পালনের প্রস্তুতি শুরু করেন। তা ছাড়া রমজান ইপলক্ষে পুরো দেশজুড়ে আলোকসজ্জার মধ্য দিয়ে অনন্য আবহ তৈরি করেছেন দেশটির প্রশাসন। 

মসজিদ থেকে শুরু করে রাস্তা, দালানকোঠা সবজায়গায় আলোকসজ্জার মাধ্যমে আনা হয়েছে পবিত্র মাহে রমজানের ছাঁপ।

এদিকে প্রতি বছরের মতো প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ২৭শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাস উপলক্ষে ১ হাজার ২৯৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডপ্রাপ্ত বন্দিদের ওপর আরোপিত সকল জরিমানা শেখ মোহাম্মদ বহন করবেন।
গত বছরও পবিত্র মাসের ঠিক আগে ৭৩৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের নেতারা প্রায়ই বিভিন্ন উপলক্ষে এবং ধর্মীয় ছুটির দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেন।

প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=zmljbmIVA2A

শিহাব

×