ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

প্রেমের টানে ইউক্রেনের নারী ছুটে এলেন কুমিল্লায়

প্রকাশিত: ১০:৩১, ১ মার্চ ২০২৫

প্রেমের টানে ইউক্রেনের নারী ছুটে এলেন কুমিল্লায়

ছবি: সংগৃহীত।

প্রেমের কোনো বাধা নেই—এটাই যেন বাস্তবে রূপ নিলো কুমিল্লার বাসিন্দা মোতাসিম বিল্লাহ এবং ইউক্রেনীয় নারী সালো নাদিয়ার জীবনে। ৫০ বছর বয়সী সালো নাদিয়া, একজন সাইকোলজিস্ট, প্রেমের টানে ইউক্রেন থেকে বাংলাদেশে এসেছেন এবং গত ২৫ ফেব্রুয়ারি মোতাসিম বিল্লাহর সঙ্গে বিয়ে করেছেন।

শুধু সামাজিক মাধ্যমেই নয়, বাস্তবেও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বয়সের কোনো বাধা থাকে না। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কের পর, সালোনাদিয়া প্রেমের খোঁজে বাংলাদেশে এসে মোতাসিমের সঙ্গে তার নতুন জীবনের শুরু করেছেন। ১৯ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে পৌঁছান।

সালোনাদিয়া জানান, "বাংলাদেশের জনসংখ্যা এবং বায়ুদূষণ বেশি হলেও কুমিল্লার গোমতি নদী এবং ধর্মসাগর আমার অনেক ভালো লেগেছে। বাংলাদেশের পোশাকও আমার বেশ পছন্দ হয়েছে। সবচেয়ে ভালো লাগে এখানকার রসমালাই খেতে। তবে রান্নায় অতিরিক্ত ঝাল আমার ভালো লাগে না," বলেন তিনি।

কুমিল্লার মিষ্টি, বিশেষ করে রসমালাই, তার বিশেষ প্রিয়। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর, মোতাসিম বিল্লাহ তাকে কুমিল্লার রসমালাই খাওয়ানোর ব্যবস্থা করেন এবং সালোনাদিয়া তাতে মুগ্ধ হন। এছাড়া, কুমিল্লার জনপ্রিয় পার্ক পরু পার্কে ঘুরতে গিয়েও তার সময় ভালো কেটেছে।

মোতাসিম বিল্লাহ জানান, "আমার স্ত্রী নাদিয়া বাংলা ভাষা জানেন না, তবে আমি ধীরে ধীরে তাকে শিখিয়ে দেব।"

এদিকে, এই দম্পতির প্রেমের গল্প এখন কুমিল্লার চর্থা এলাকায় সবার মুখে মুখে। তাদের এই প্রীতি, বাংলাদেশের নানা সংস্কৃতি এবং মিষ্টির প্রতি আগ্রহ—সব মিলিয়ে এক নতুন অধ্যায়ের শুরু হয়েছে।

নুসরাত

×