ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন: জেলেনস্কিকে ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:১৬, ১ মার্চ ২০২৫; আপডেট: ০৮:২৫, ১ মার্চ ২০২৫

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন: জেলেনস্কিকে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন।’ ওভাল অফিসে ট্রাম্প, জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে এমনই এক উত্তপ্ত আলোচনা চলছে।

বৈঠকের সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কির বিরুদ্ধে ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগ আনেন।

বৈঠকের একপর্যায়ে জেলেনস্কি বলেন, ২০১৪ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ‘অনেক আলোচনা’ হয়েছে। তিনি ২০১৯ সালের যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে বলেন, তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল চুক্তি বজায় থাকবে। কিন্তু পুতিন সেই চুক্তি ভেঙে, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করেন।

এসব বলে জেলেনস্কি সরাসরি জেডি ভ্যান্সকে প্রশ্ন করেন, ‘এটি কি ধরনের কূটনীতি? আপনারা কি এই কূটনীতির কথা বলছেন?’

মূলত জেলেনস্কির এই কথার প্রেক্ষিতেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কির বিরুদ্ধে ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘আমেরিকান মিডিয়ার সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করা অসম্মানজনক।’

এদিকে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ‘আপনি অকৃতজ্ঞ। এত কিছুর পর আমেরিকার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ।’ তিনি জেলেনস্কিকে সতর্ক করে বলেন, ‘আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন।’

জেলেনস্কি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে প্রশ্ন করেন, ‘আপনি কি ইউক্রেনে গিয়ে আমাদের সমস্যা দেখেছেন?’ ভ্যান্স জবাব দেন—তিনি এ সম্পর্কে পত্রিকায় পড়েছেন এবং দেখেছেন। জেলেনস্কি মাথা নাড়েন এবং বলেন—এমন যুদ্ধের পরিণতি যুক্তরাষ্ট্রও একদিন অনুভব করবে।

এতে বিরক্ত হয়ে ট্রাম্প বলেন, ‘আমরা কী অনুভব করব তা আপনাকে বলতে হবে না। আপনি আমাদের অনুভূতি নির্ধারণের অবস্থানে নেই।’

মুমু

×