ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

যে কারণে ওভাল অফিস বৈঠকে জেলেনস্কির উপর চটেছেন ট্রাম্প!

প্রকাশিত: ০১:২৬, ১ মার্চ ২০২৫; আপডেট: ০১:৪২, ১ মার্চ ২০২৫

যে কারণে ওভাল অফিস বৈঠকে জেলেনস্কির উপর চটেছেন ট্রাম্প!

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠক এক তীব্র বিতর্কে রূপ নিয়েছে। বৈঠকের সময়, ট্রাম্প জেলেনস্কিকে হুমকি দিয়ে বলেন, "আপনি হয় চুক্তি করবেন, নয়তো আমরা সরে যাব।" জবাবে, জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে "খুনি এবং সন্ত্রাসী" বলে অভিহিত করেন। এতে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে "অশ্রদ্ধাশীল" বলে অভিযুক্ত করেন এবং তাকে "কঠিন লোক" হওয়ার চেষ্টা না করার পরামর্শ দেন।

বৈঠকের পরপরই, জেলেনস্কি হোয়াইট হাউস ত্যাগ করেন, এবং ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, "তিনি শান্তির জন্য প্রস্তুত হলে ফিরে আসতে পারেন।"

একজন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা রয়টার্স সংবাদ সংস্থাকে জানান যে ট্রাম্প চুক্তিটি বাতিল করেননি, তবে শুধুমাত্র তখনই এটি সম্পন্ন হবে যখন ইউক্রেন গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত হবে। এছাড়া, জেলেনস্কির যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাতিল হওয়া যৌথ সংবাদ সম্মেলন পুনঃনির্ধারণ করা হবে কিনা, তা ইউক্রেনের উপর নির্ভর করছে।

ব্রিটিশ সংসদ সদস্য এলিসিয়া কেয়ার্নস ওভাল অফিসের এই ঘটনাকে "সম্পূর্ণ লজ্জাজনক" বলে অভিহিত করেছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, "শুধুমাত্র মার্কিন অভ্যন্তরীণ দর্শকদের জন্য প্রদর্শনমূলক বুলিং। ভিডিওটি দেখে আমি গভীরভাবে লজ্জিত হয়েছি।"

ডেমোক্র্যাটিক সিনেটর চাক শুমার ট্রাম্প এবং ভ্যান্সের আচরণের সমালোচনা করে বলেন, "সিনেট ডেমোক্র্যাটরা স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য লড়াই করা কখনও বন্ধ করবে না।"

 

সূত্রঃ https://www.facebook.com/share/1EZ69wE3Ne/

রিফাত

×