ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে চাপা ৫৭ জন

প্রকাশিত: ২০:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে চাপা ৫৭ জন

তুষারধসে চাপা পড়াদের সহায়তায় ভারতীয় আর্মিরা

ভারতের উত্তরাখণ্ডের বদরীনাথের অদূরে তুষারধস শুরু হয়েছে। শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছে মানাগ্রামে তুষারধসের কারণে আটকে পড়েছেন অন্তত ৫৭ শ্রমিক। ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখন পর্যন্ত ১০ জন শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উত্তরাখণ্ডের চামোলি জেলায় মানা গ্রামে আচমকাই তুষারধস নামে। সেই সময় ওই গ্রামের রাস্তায় কাজ করছিলেন বেশকিছু শ্রমিক। তুষারধসের কারণে আটকে পড়েন তারা।  অন্যদিকে, অবিরাম ভারি তুষারপাতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরও। শুক্রবার সকাল থেকে তুষারপাত শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। বরফ জমে বন্ধ হয়ে গিয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বানিহাল ও কাজিগুন্দের কাছে জাতীয় সড়কের ওপর পুরু বরফের স্তর জমে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দিতে হয়।

×