ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

কাটছাঁটে বিপাকে আফ্রিকা ও দরিদ্র দেশগুলো

বিশ্বব্যাপী ৬০ বিলিয়ন ডলার সহায়তা হ্রাস ট্রাম্পের

প্রকাশিত: ২০:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বব্যাপী ৬০ বিলিয়ন ডলার সহায়তা হ্রাস ট্রাম্পের

ইউএসএআইডির ৯০ শতাংশের বেশি তহবিল কমিয়েছে ট্রাম্প প্রশাসন। আর বিশ্বব্যাপী সহায়তা কমেছে ৬০ বিলিয়ন ডলার। হোয়াইট হাউসের একটি সূত্রের বরাতে বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি। তহবিলের অভাবে সাউথ আফ্রিকায় এক দশকে এইচআইভি আক্রান্ত ৫ লাখের বেশি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার দিনই ইউএসএআইডির তহবিলের ছাড়ের ওপর স্থগিতাদেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সংকট গড়ায় আদালতে। ইউএসএসিডির তহবিল কমানো নিয়ে ট্রাম্পের প্রশাসনের নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছিল যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত। এর বিরুদ্ধে আপিল করে ট্রাম্পের দল। পরে ফেডারেল আদালতের আদেশ স্থগিত করেন সর্বোচ্চ আদালত। এর ফলে ট্রাম্প প্রশাসনকে সংস্থাটির জন্য ১৫০ কোটি ডলার দিতে হচ্ছে না।
কোন খাতে কত ডলার সহায়তা বন্ধ করে দেওয়া হচ্ছে, গত বুধবার তার একটি হিসাব দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইউএসএআইডির কর্মকর্তা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সংস্থার তহবিলের ছাড়ের বিষয়টি পর্যালোচনা করেছেন। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে বাতিল করা হয়েছে ৫ হাজার ৪০০ কোটি ডলার তহবিল। এ ছাড়া বিদেশী অনুদানের ১ হাজার ৫০০ কোটি ডলার তহবিলের বিষয়েও খোঁজখবর নিয়েছেন তারা। সেখান থেকে বাতিল করা হচ্ছে ৪৪০ কোটি ডলার তহবিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, জীবন রক্ষাকারী যেসব তহবিল তারা দিয়ে থাকেন, সেগুলো বন্ধ হবে না। তবে বাস্তব চিত্র ভিন্ন। ইউএসএআইডির বিশ্বজুড়ে যেসব প্রকল্প চলমান ছিল, সেগুলোর সেবা বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে জীবন রক্ষাকারী কিছু প্রকল্পের অর্থায়নও ছিল। আফ্রিকায় এইডস প্রতিরোধে জাতিসংঘকে তহবিল দিয়ে থাকে ইউএসএআইডি। এই তহবিল আর আসছে না। যুক্তরাষ্ট্র তহবিল কাটছাঁটে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে আগামী এক দশকে এইচআইভি আক্রান্ত ৫ লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে। কম্বোডিয়ায় টিবি ও এইডস প্রতিরোধে যারা কাজ করতেন, তাদের চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন দেশেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

×