ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

আগামী দু-তিন বছরের মধ্যে ধুয়ে-মুছে যাবে বিজেপি: মমতা বন্দোপাধ্যায়

প্রকাশিত: ২০:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আগামী দু-তিন বছরের মধ্যে ধুয়ে-মুছে যাবে বিজেপি: মমতা বন্দোপাধ্যায়

ছবি: সংগৃহীত

গত তিনটি বিধানসভা নির্বাচনেই বিজেপি ও বাম-কংগ্রেসকে রীতিমতো নাকানি-চুবানি খাইয়ে ক্ষমতা ধরে রেখেছে মমতা বন্দোপাধ্যায়। ২০১১ সাল থেকেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় তার দল তৃণমূল কংগ্রেস।

আগামী বছর আবারও তৃণমূল কংগ্রেসের সামনে ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ। গতকাল (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১০টায় কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সভায় বিজেপি, বামফ্রন্ট কংগ্রেস ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন মমতা।

২০২৬ এ বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়ে এবং নরেন্দ্র মোদির দলকে সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করে মমতা বলেন, “আগামী দু-তিন বছরের মধ্যে ধুয়ে-মুছে যাবে বিজেপি। এবার আরও জোরে খেলা হবে। ২০২৬ সালের খেলাটা আরেকটু জোরে মারতে হবে, ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা আর দু-তিন বছর, চার বছর যা করার করবে।”

তিনি বিজেপিকে বিশ্বাস করেন না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে আরও বলেন, “যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাতকড়া লাগিয়ে ফেরত পাঠায়। আর প্রধানমন্ত্রী ওই দেশের নেতার সঙ্গে বৈঠক করেন।”

উল্লেখ্য, ২০১১ সালে পশ্চিমবঙ্গে সর্বশেষ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবেই ২১৩টি আসন পেয়েছিল আর বিজেপি পেয়েছিল মাত্র ৬৭ আসন।

 

সূত্র : https://tinyurl.com/533s33uw

রাকিব

×