ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

​​​​​​​রমজানের চাঁদ দেখা যায়নি ব্রুনাই-সিঙ্গাপুরে

প্রকাশিত: ১৮:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

​​​​​​​রমজানের চাঁদ দেখা যায়নি ব্রুনাই-সিঙ্গাপুরে

ছবি সংগৃহীত

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুরে পবিত্র রমজান মাসের চাঁদ আজ (২৮ ফেব্রুয়ারি) দেখা যায়নি। ফলে উভয় দেশেই রমজান শুরু হবে ২ মার্চ। উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

সিঙ্গাপুরের মুফতি নাজিরুদ্দিন মোহাম্মদ নাসির এক বিবৃতিতে জানান, সিঙ্গাপুরের আকাশে আজ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, "পারিপার্শ্বিক অবস্থা ইঙ্গিত করছে যে, আজ সূর্যাস্তের পর চাঁদ দেখা যাবে না। যার ফলে ১ মার্চ শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ২ মার্চ থেকে রমজান শুরু হবে।"

তিনি আরও জানান, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী আজ সূর্যাস্তের সময় চাঁদের উচ্চতা ছিল ৪.৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব ছিল ৫.১ ডিগ্রি, যা তাদের হিসাবের সঙ্গে মেলে না। এজন্য চাঁদ দেখা সম্ভব নয়। ব্রুনাই, ইন্দোনেশিয়া, এবং মালয়েশিয়া সিঙ্গাপুরের এই হিসাব অনুসরণ করে ।

এদিকে, অস্ট্রেলিয়াতে ইতোমধ্যে রমজান মাস শুরু হয়েছে। দেশটি আজ (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে, অস্ট্রেলিয়ায় ১ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে।

আশিক

×