ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ইসরাইলে বাসস্ট্যান্ডে গাড়ি হামলা ‘পূর্বপরিকল্পিত’ দাবি পুলিশের

প্রকাশিত: ১৭:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ইসরাইলে বাসস্ট্যান্ডে গাড়ি হামলা ‘পূর্বপরিকল্পিত’ দাবি পুলিশের

ছবি: সংগৃহীত

ইসরাইলের উত্তরাঞ্চলের এক বাসস্ট্যান্ডে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গাড়ি হামলায় ১৪ জন আহত হয়েছেন। ইসরাইলি পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরাইলের কারকুর জংশনে একটি বাসস্ট্যান্ডে অপেক্ষারত সাধারণ মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ একে পূর্বপরিকল্পিত হামলা বলে দাবি করছে।

আন্তর্জাতিক গণমাধ্যম প্রত্যক্ষদর্শী বরাতে জানায়, ‘দ্রুতগামী একটি গাড়ি হঠাৎ করে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে ছুটে যায়। নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী ঘটনাস্থলেই মারা যান।’

রাকিব

×