ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

প্রকাশিত: ১৬:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমযানের চাঁদ দেখার জন্য দেশের সব নাগরিককে আহ্বান জানিয়েছে সউদি আরব।

আনুষ্ঠানিকভাবে এ আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে দুই পবিত্র মসজিদের ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’-এ।

যদি কেউ খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে রমজানের চাঁদ দেখতে পান তাহলে তাকে নিকটস্থ কোর্টে গিয়ে স্বাক্ষ্য রেকর্ড করতে অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। এ ছাড়া নিকটস্থ কোর্টে যাওয়ার জন্য সবচেয়ে নিকটস্থ সরকারি কেন্দ্রে যেতেও আহ্বান জানানো হয়েছে।


আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমযান মাস শুরু হতে চলেছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরের দিন ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র এই মাস।

ফুয়াদ

×