ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পাকিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, নিহত ৩

প্রকাশিত: ১৬:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, নিহত ৩

ছবি সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা জেলার একটি মাদরাসায় জুমার নামাজের পর ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জরুরি বিভাগের মুখপাত্র বিলাল ফয়জি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে।

স্থানীয় গণমাধ্যম ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ, তাই মুসল্লিদের সংখ্যা ছিল অনেক বেশি। মসজিদটি হক্কানিয়া মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত, যেখানে আজ শিক্ষার্থীদের ছুটিতে যাওয়ার কথা ছিল।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

ডনের খাইবার পাখতুনখোয়া ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, ঘটনার পর নওশেরা এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আশিক

×