ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

যুক্তরাষ্ট্রকে কেন খনিজ সম্পদের ভাগ দিতে চায় রাশিয়া?

প্রকাশিত: ০১:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রকে কেন খনিজ সম্পদের ভাগ দিতে চায় রাশিয়া?

ছবি: সংগৃহীত

রুশ-ইউক্রেন যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে ইউক্রেন। তবে শুধু যুদ্ধক্ষেত্রে নয়, ভূ-রাজনৈতিক স্বার্থেও দেশটিকে চুকাতে হচ্ছে বড় মূল্য। 

যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সহায়তার বিনিময়ে ইউক্রেনকে নিজেদের বিরল খনিজের ভাগ দিতে হতে পারে।  

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন আমেরিকা সফরে এই সংক্রান্ত একটি চুক্তি সই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুক্তিটি হলে, ইউক্রেনের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিরল খনিজ নিয়ে আমেরিকাকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন। ভবিষ্যতে একটি অর্থনৈতিক চুক্তির আওতায় রাশিয়ার বিরল খনিজ অনুসন্ধান ও উন্নয়নে মস্কো এবং ওয়াশিংটন যৌথভাবে কাজ করতে পারে।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুসারে, বিরল খনিজের মজুদে বিশ্বে রাশিয়ার অবস্থান পঞ্চম। সংস্থাটির হিসাব অনুযায়ী, দেশটিতে মোট বিরল খনিজের মজুদ ৩৮ মিলিয়ন মেট্রিক টন। তবে রাশিয়ার নিজস্ব হিসাব মতে, এই মজুদ ২৮৭ মিলিয়ন মেট্রিক টন।  

আমেরিকা ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তির আলোচনা চলাকালীনই পুতিনের এই প্রস্তাব আসে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। 

রাশিয়ার খনিজ শিল্পের বিকাশ ও উন্নয়ন নিয়ে দেশটির সরকারি নথিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় এই খাত আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখে পড়ছে। বিশেষত, চীনের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হচ্ছে।  

একটি উচ্চপর্যায়ের বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, "এটি রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি অগ্রাধিকারমূলক খাত।" তিনি বিরল খনিজ অনুসন্ধান, উত্তোলন ও এর দক্ষ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।  

শিলা ইসলাম

×