ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ইসরাইলের বিরুদ্ধে লড়াই চলবে: হামাস

প্রকাশিত: ২২:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ইসরাইলের বিরুদ্ধে লড়াই চলবে: হামাস

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা বাসিম নাঈম জানিয়েছেন, ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের প্রতিরোধ আন্দোলন চলবে।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাসিম নাঈম বলেন, “আমাদের উদ্দেশ্য অর্জিত না হওয়া পর্যন্ত রাজনৈতিক, কূটনৈতিক এবং সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাবে হামাস।”

তিনি আরও জানান, জরুরি সরকারি সেবা, শিক্ষা, চিকিৎসা, পুলিশ এবং সীমান্তের নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হামাস প্রস্তুত।

‘ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের’

সম্প্রতি যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি নিয়ে হামাসকে তিনটি প্রস্তাব দেয় ইসরাইল। তবে হামাস সেগুলো “অগ্রহণযোগ্য” বলে প্রত্যাখ্যান করেছে এবং সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

ইসরাইলের তিনটি প্রস্তাব ছিল:

১. যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধি করে আরও ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া।

২. যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করা, যেখানে ইসরাইল যুদ্ধ বন্ধ করবে, তবে এর বিনিময়ে হামাসকে সমস্ত জিম্মি মুক্তি দিতে হবে, অস্ত্র সমর্পণ করতে হবে, গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং হামাসের নেতাদের গাজা ছাড়তে হবে।

৩. যুদ্ধবিরতি শেষ করে পুনরায় যুদ্ধ শুরু করা।

তবে হামাস এসব প্রস্তাবকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে এবং স্বাধীনতা সংগ্রামের পথেই থাকার ঘোষণা দিয়েছে।

সূত্র: জিও নিউজ

মো. মহিউদ্দিন

×