ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ভারতে একত্রে সাত পাকে বাঁধা পড়লো ২৫০ নারী-পুরুষ

প্রকাশিত: ২২:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ভারতে একত্রে সাত পাকে বাঁধা পড়লো ২৫০ নারী-পুরুষ

ছবিঃ সংগৃহীত

ভারতের মধ্য প্রদেশের বাগীশ্বরধামে একসঙ্গে ২৫০ নারী-পুরুষের গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু।

ভারতে গণবিয়ে নতুন কোনো ঘটনা নয়। দেশটিতে বিয়ের আনুষ্ঠানিকতা বেশ ব্যয়বহুল, বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য। এর পাশাপাশি, অনেক জায়গায় এখনো যৌতুক দেওয়ার প্রচলন রয়েছে, যা দরিদ্র পরিবারগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এই পরিস্থিতিতে, ব্যয় কমাতে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একসঙ্গে গণবিয়ের আয়োজন করা হয়। এতে একদিকে যেমন অর্থের সাশ্রয় হয়, তেমনি কন্যাদায়গ্রস্ত পরিবারগুলোও উপকৃত হয়।

তথ্যসূত্রঃ https://m.youtube.com/watch?v=1pMad1bsvPI

মারিয়া

×