ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ট্রাম্প এবং মাস্কের আপত্তিকর ভিডিও নিয়ে যা জানা গেল

প্রকাশিত: ২০:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্প এবং মাস্কের আপত্তিকর ভিডিও নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ককে একটি আপত্তিকর দৃশ্যে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, মাস্কের পায়ে চুমু দিচ্ছেন এবং চাটছেন ট্রাম্প।

আমেরিকার গৃহায়ন ও নগর উন্নয়ন বিভাগের একটি অফিসের স্ক্রিনে প্রচারিত হয় এই ভিডিওটি, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে জানা গেছে, ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, গত সোমবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। ভিডিওটির টাইটেল ছিল ‘লং লিভ দ্য রিয়াল কিং’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার এবং ইলন মাস্কের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা বিতর্ক। অনেকেই মনে করেন, তাদের এই সম্পর্ক দুই পক্ষের জন্যই কৌশলগত সুবিধা আদায়ের একটি মাধ্যম। তবে এই বিতর্ক নিয়ে ট্রাম্প বা মাস্ক কোনো স্পষ্ট মন্তব্য না করলেও তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছে।

রাকিব

×