ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা ঠেকাতে যেভাবে প্রস্তুতি নিচ্ছে ইরান

প্রকাশিত: ২০:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা ঠেকাতে যেভাবে প্রস্তুতি নিচ্ছে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে এমন আশঙ্কা করছে তেহরান। তাই ইরানের সব পরমাণু স্থাপনায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। স্থাপনা ঘিরে বসানো হয়েছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেশ কয়েকজন কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে সম্ভাব্য হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি মাথায় রেখে তেহরান তার পরমাণু স্থাপনাগুলোতে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে।

এ বছর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই ইরানে হামলার আশঙ্কা বেড়েছে। যেকোনো মূল্যে তেহরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে চায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের মতে, তেহরানের কাছে যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম আছে। দেশটি চাইলেই পরমাণু অস্ত্র বানাতে পারবে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযোগের বিষয়ে তেহরান জানিয়েছে, তারা কোনো ধরনের পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে না। তবে ওয়াশিংটন ও তেল আবিব তা মানতে নারাজ।

গত সপ্তাহে গোয়েন্দাদের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্ট জানায়, ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে অনেকটা ভঙ্গুর অবস্থায় আছে। এই সুযোগ নিয়ে ইরানে হামলা চালাতে চায় ইসরাইল।

তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, “হামলা চালিয়ে ইরানের পরমাণু স্থাপনা ইসরাইল বা যুক্তরাষ্ট্র কেউই পুরোপুরি ধ্বংস করতে পারবে না।”

 

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট।

রাকিব

×