ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

পুরো পরিবারের সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে!

প্রকাশিত: ১৮:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

পুরো পরিবারের সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে!

ছবি: সংগৃহীত।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির বড় ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি ২০১৩ সালে কাতারের আমির হন। বর্তমানে, থানি পরিবার বিশ্বের অন্যতম বৃহত্তম রাজবংশ হিসেবে পরিচিত।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, থানি পরিবারের মোট সম্পদের পরিমাণ ৩৩ হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি। তবে সরকারিভাবে তাদের প্রকৃত অর্থ-সম্পদের পরিমাণ গোপন রাখা হয়।

থানি পরিবারের সদস্যরা রাজধানী দোহায় রাজকীয় প্রাসাদে বসবাস করেন। এই বিশাল প্রাসাদে অন্তত ১৫টি স্থানে স্বর্ণের কারুকাজ রয়েছে এবং এর গ্যারেজে ৫০০টি গাড়ি রাখা যায়। এছাড়া, পার্শ্ববর্তী দেশ ওমানে আমিরের নিজস্ব একটি প্রাসাদও রয়েছে।

শেখ তামিমের অন্যতম বিলাসবহুল প্রমোদতরী ‘কাতারা’ বিশ্বের অন্যতম দামি এবং অত্যাধুনিক প্রমোদতরীর মধ্যে একটি। ১২৪ মিটার লম্বা এই জাহাজটির মূল্য প্রায় ৪০ কোটি ডলার। এতে একটি হেলিপ্যাড এবং যাত্রীদের জন্য বেশ কয়েকটি ডেক রয়েছে।

কাতারের আমিরের মোট চারটি প্রমোদতরী ছিল। তবে ২০১৯ সালে কাক্কারের শিপইয়ার্ডে অগ্নিকাণ্ডে তিনটি জাহাজ পুড়ে যায়।

কাতারের আমিরের একটি নিজস্ব বিমান পরিষেবা সংস্থা রয়েছে, যা শুধুমাত্র রাজপরিবারের সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নির্ধারিত। তার বিমান বহরে মোট ১৪টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে তিনটি বোয়িং ৭৪৭-৮ বিমান, প্রতিটির মূল্য ৪০ কোটি ডলারের বেশি। বাকি ১১টি এয়ারবাস বিমানের দাম ১০ কোটি থেকে ৫০ কোটি ডলারের মধ্যে।

শেখ তামিমের ব্যক্তিগত সংগ্রহশালায় বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে।

২০০৩ সালে ক্ষমতা গ্রহণের পরের বছর থেকেই আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বিনিয়োগ শুরু করেন শেখ তামিম। তিনি বর্তমানে প্যারিসভিত্তিক ফুটবল দল প্যারিস সেন্ট জার্মেইন (PSG)-এর মালিক। এছাড়া, পর্তুগালের এসএসসি ব্রাগা এবং স্পেনের মালাগা সিএফ ক্লাবের শেয়ারও রয়েছে তার পরিবারের সদস্যদের কাছে।

২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে বিশ্ব ফুটবলে ইতিহাস সৃষ্টি করে। এটি ছিল মধ্যপ্রাচ্যে আয়োজিত প্রথম বিশ্বকাপ।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তার রাজপরিবার শুধু রাজনৈতিক ক্ষমতার জন্যই নয়, তাদের বিপুল সম্পদ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রভাবের কারণেও বিশেষভাবে পরিচিত।

সূত্র: https://www.youtube.com/watch?v=FhzE3on7Ywk

সায়মা ইসলাম

×