ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

গাজা দখল ও নিয়ন্ত্রণের ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

প্রকাশিত: ১৭:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

গাজা দখল ও নিয়ন্ত্রণের ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো সেই ৩৫ সেকেন্ডের ভিডিওতে আবারও প্রকাশ পেয়েছে গাজা দখলের নীল নকশা।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েকদিন পরেই যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানিয়েছিলেন, ২২ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে তিনি গাজাকে পরিণত করবেন চাকচিক্যময় এক রিসোর্টে।

বুধবার তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক নতুন ভিডিও প্রকাশ করে আবারও সেই উদ্দেশ্য পুনর্ব্যক্ত করলেন তিনি।

ভিডিওটিতে দেখা যায়, গাজার নিয়ন্ত্রণ নিয়ে জায়গাটিকে সাগর তীরবর্তী আমোদ-প্রমোদের স্থানে পরিণত করা হয়েছে। সেখানে গণহত্যায় অভিযুক্ত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে সুইমিং পুলের পাশে সময় কাটাচ্ছেন ট্রাম্প। অন্যদিকে ইলন মাস্ক উপভোগ করছেন সুস্বাদু খাবার। গাজায় বসানো হয়েছে ট্রাম্পের স্বর্ণমূর্তি। একটি মনোরম সৈকত রিসোর্টে শিশু এবং প্রাপ্তবয়স্করা দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করছে। গাজার ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে আছে কতগুলো বিলাসবহুল হোটেল।

ট্রাম্পের জোরপূর্বক ফিলিস্তিনিদের বের করে দেয়ার এই ঘৃণ্য পরিকল্পনার নিন্দা জানিয়েছে হামাস, হিজবুল্লাহ, ইরান ও তুরস্ক। ট্রাম্পের এই ভিডিওটিকে অযৌক্তিক ও শিশুসুলভ বলে মন্তব্য করেছে হামাস।

 

তথ্যসূত্র : আল জাজিরা, টাইমস অফ ইন্ডিয়া।

রাকিব

×