ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সিনেমার পর্দার ‘টাফ গাই’ জিন হ্যাকম্যান আর নেই, স্ত্রীসহ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য!

প্রকাশিত: ১৬:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সিনেমার পর্দার ‘টাফ গাই’ জিন হ্যাকম্যান আর নেই, স্ত্রীসহ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য!

ছ‌বি: সংগৃহীত

অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান, তার স্ত্রী বেটসি আরাকাওয়া এবং তাদের পালিত কুকুরকে নিউ মেক্সিকোর সান্তা ফেতে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।  

ছয় দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে, হ্যাকম্যান "দ্য ফ্রেঞ্চ কানেকশন" এবং "দ্য আনফরগিভেন" সিনেমায় অভিনয়ের জন্য দুটি একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 

নিউ মেক্সিকোর সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যজালয় এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা নিশ্চিত করতে পারি যে জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে বুধবার বিকেলে তাদের সানসেট ট্রেইলের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে।" 

বিবৃতিতে আরো বলা হয় যে, এটি একটি সক্রিয় তদন্ত তবে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি না যে এতে কোনো দুরভিসন্ধি ছিল।"  

হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ এবং তার স্ত্রী, ৬৪ বছর বয়সী একজন শাস্ত্রীয় পিয়ানোবাদক ছিলেন ।  

তিনি ১৯৭১ সালের থ্রিলার "দ্য ফ্রেঞ্চ কানেকশন" এ জিমি "পোপাই" ডয়েলের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার এবং ১৯৯২ সালের "আনফরগিভেন" সিনেমায় লিটল বিল ড্যাগেটের চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছিলেন।  

সূত্রঃ BBC

ইমরান

×