ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশিত: ১০:০২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি: সংগৃহীত।

রাশিয়ার চলমান আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তিন বছর ধরে ইউক্রেনকে ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতিতে এসেছে এক নাটকীয় পরিবর্তন। এমন পরিস্থিতিতে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে না।

ট্রাম্প আরও জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গুরুত্বপূর্ণ এক খনিজ চুক্তি স্বাক্ষরের জন্য শুক্রবার ওয়াশিংটন সফরে আসবেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, "আমি ইউক্রেনকে খুব বেশি নিরাপত্তা নিশ্চয়তা দিতে যাচ্ছি না। আমাদের আশা, ইউরোপই এটি করবে।" তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র কিয়েভের ওপর চাপ সৃষ্টি করেছে যাতে মহাকাশ, প্রতিরক্ষা এবং পারমাণবিক শিল্পে ব্যবহৃত খনিজগুলোর বিশাল ভাণ্ডারে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারে। ইউক্রেনের প্রধান লক্ষ্য হলো এই চুক্তির মাধ্যমে ট্রাম্পের শক্তিশালী সমর্থন নিশ্চিত করা। একই সঙ্গে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের দ্রুত সমাপ্তি চান ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, "আমি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট একটি চুক্তিতে স্বাক্ষর করব, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র কিয়েভের লাভজনক 'রেয়ার আর্থ' খনিজের ওপর বাস্তবে অধিকার পাবে। এর ফলে, রাশিয়ার তিন বছরব্যাপী আগ্রাসী যুদ্ধে ওয়াশিংটন ইউক্রেনকে যে অস্ত্র পাঠিয়েছিল, তার মূল্য পুষিয়ে নেবে।"

প্রেসিডেন্ট ট্রাম্প তার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে জানান, এই চুক্তি স্বাক্ষরের জন্য এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউসে আসবেন। ট্রাম্প বলেন, "এই চুক্তি আমাদের জন্য বিশাল সম্পদ নিয়ে আসছে। তবে, আমার প্রথম লক্ষ্য হলো এই যুদ্ধের অবসান ঘটানো, যাতে রাশিয়া ও ইউক্রেনের লাখ লাখ সৈন্য এবং ইউক্রেনের বেসামরিক নাগরিকের জীবন রক্ষা পায়।"

সূত্র: https://x.com/AJEnglish/status/1894847499770179757

নুসরাত

×