ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

মধ্যরাতে ভারতে ভূমিকম্প

প্রকাশিত: ০৯:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

মধ্যরাতে ভারতে ভূমিকম্প

ছবি:সংগৃহীত

মধ্যরাতে ভারতে ভূমিকম্প

 

বুধবার মাঝরাতে কেঁপে উঠল আসাম। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, বুধবার রাত ২টা ২৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এর মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ এবং কম্পনের উৎপত্তিস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে, অসমের মরিগাঁও অঞ্চলে। এখনও পর্যন্ত ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

 

 


গভীর রাতে আসামের বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় আচমকা অনুভব করেন ভূমিকম্প। এই কম্পন গুয়াহাটি শহরসহ আসামের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। আতঙ্কিত অনেক মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন।

 

 

 

 

এর আগে, গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত সপ্তাহে মাত্র তিন ঘণ্টার মধ্যে দিল্লি, বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছিল।

আঁখি

×