ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ভারত-পাকিস্তানের ‍সাথে যুদ্ধবিমান নিয়ে ডাবল গেম খেলছেন ট্রাম্প!

প্রকাশিত: ২২:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ভারত-পাকিস্তানের ‍সাথে যুদ্ধবিমান নিয়ে ডাবল গেম খেলছেন ট্রাম্প!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরকালে ভারতকে  এফ ৩৫ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব আনে ট্রাম্প প্রশাসন। 

মার্কিন এয়ারফোর্স ও নেভির পাশাপাশি, এফ ৩৫ যুদ্ধবিমানকে ইতিমধ্যেই তাদের রণসম্ভারে যুক্ত করেছে কমপক্ষে ১২ টি দেশ। তবে এই আবহে প্রশ্ন উঠতে শুরু করেছে, আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট এফ ৩৫ ভারতকে বিক্রি করার প্রস্তাব নিয়ে কি দ্বিমুখী খেলা খেলছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প?

এফ ১৬ যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানকে ৩৯৭ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য করেছে আমেরিকা। যুদ্ধবিমান কেনার জন্য ভারতের এই শত্রু দেশকে বিপুল পরিমাণ আর্থিক সাহায্যের পরই প্রশ্নের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্টের ‘দ্বিচারি’ মনোভাব।বিশেষজ্ঞ মহল অনুমান করেছিল, দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতির চেয়ারে বসার পর পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমানের বহর রক্ষণাবেক্ষণের জন্য প্রদত্ত সহায়তা বন্ধ করে দেবেন ট্রাম্প। 

তবে বিশেষজ্ঞদের অনুমান ভুল প্রমাণিত করে পাকিস্তানকে ৩৯৭ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য প্রদান করতে চলেছে মার্কিন মুলুক। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প বিভিন্ন বিদেশী রাষ্ট্রকে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা করেন। যদিও গত জানুয়ারি মাসে শেষের দিকে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে ট্রাম্প জানান, বাতিলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২৪৩টি বিষয়কে।

এগুলির মধ্যেই রয়েছে পাকিস্তানকে এফ ১৬ এর জন্য দেওয়া ৩৯৭ মিলিয়ন ডলারের সহায়তা। প্রতিবেদন অনুযায়ী, এই যুদ্ধবিমান যাতে শুধুমাত্র সন্ত্রাস বিরোধী কাজেই ব্যবহার করা হয় সেই ব্যাপারে কড়া নজরদারি চালাবে আমেরিকা। এমনকি আমেরিকার আর্থিক সাহায্যে টিকে থাকা যুদ্ধবিমান যাতে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা না হয় সেই দিকটিতেও খেয়াল রাখবে ট্রাম্প প্রশাসন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেন। তবে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তেমনভাবে পাকিস্তানের বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত নিতে দেখা যায়নি ট্রাম্পকে। এরই মধ্যে পাকিস্তানের জন্য ৩৯৭ মিলিয়ন ডলার তহবিল ছাড়ার বিষয়টি অবাক করে দিয়েছে অনেককেই। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও রকম প্রতিক্রিয়া দেয়নি ভারত।

সূত্র: হান্ট

ফুয়াদ

×