ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

পুনেতে বাসে ধর্ষণ, অথচ কাছেই ছিল পুলিশ স্টেশন!

প্রকাশিত: ২১:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

পুনেতে বাসে ধর্ষণ, অথচ কাছেই ছিল পুলিশ স্টেশন!

ছবিঃ সংগৃহীত

পুনে শহরের অন্যতম ব্যস্ত স্বরগেট বাস স্ট্যান্ডে, একটি বাসের ভিতরে ২৬ বছরের এক গৃহপরিচারিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বাসটি যেখানে পার্ক করা ছিল, সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরেই একটি পুলিশ স্টেশন ছিল। 

CCTV ফুটেজের মাধ্যমে অভিযুক্ত শনাক্ত। অভিযুক্তের নাম রামদাস (৩৬), যার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়েছে, তবে এখনও গ্রেফতার করা যায়নি। তাকে ধরতে পুলিশ ৮টি বিশেষ দল ও কুকুর বাহিনী মোতায়েন করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫.৪৫ থেকে ৬.৩০-এর মধ্যে এই ঘটনা ঘটে। ধর্ষিতা মহিলা পুনে থেকে ফলটন (সাতারা জেলা) যাওয়ার জন্য বাস ধরতে এসেছিলেন। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি মহিলার সঙ্গে কথা বলছে এবং তাকে 'দিদি' বলে সম্বোধন করছে। অভিযোগকারীর ভাষ্যমতে, অভিযুক্ত তাকে বলেন যে ওই বাসটি ফলটন যাবে। বাসের ভিতরে আলো না থাকায় মহিলা সন্দেহ প্রকাশ করলে অভিযুক্ত জানান, "অন্য যাত্রীরা ঘুমিয়ে আছে, তাই লাইট বন্ধ রয়েছে।"

বাসে প্রবেশ করার পর, অভিযুক্ত দরজা বন্ধ করে মহিলাকে ধর্ষণ করে। পরে, ওই মহিলা তার বন্ধুর সঙ্গে দেখা করে ঘটনাটি জানান। বন্ধুর পরামর্শে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ঘটনাটিকে "অত্যন্ত দুর্ভাগ্যজনক, ক্ষোভজনক ও লজ্জাজনক" বলে অভিহিত করেছেন। তিনি পুনে পুলিশের কমিশনারকে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, "এটি সভ্য সমাজের জন্য কলঙ্কজনক ঘটনা। এই অপরাধীর একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি। আমি ব্যক্তিগতভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।"

পুলিশ জানিয়েছে, বাস ডিপো কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও তদন্ত করা হবে। কীভাবে এত বড় একটি অপরাধ ব্যস্ত বাস স্ট্যান্ডের ভেতরে ঘটে গেল, সেই প্রশ্ন উঠছে।

পুনে পুলিশের দাবি, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে এবং নির্যাতিতার জন্য সমস্ত রকম আইনি ও মানসিক সহায়তা দেওয়া হবে।

 

সূত্রঃ https://www.ndtv.com/india-news/pune-woman-raped-in-middle-of-bus-stand-near-police-station-7799785#pfrom=home-ndtv_topscroll

রিফাত

×