ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

দিল্লি বিধানসভা থেকে আম আদমি পার্টির ১৫ বিধায়ক বরখাস্ত

প্রকাশিত: ২০:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

দিল্লি বিধানসভা থেকে আম আদমি পার্টির ১৫ বিধায়ক বরখাস্ত

দিল্লি বিধানসভা থেকে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ১৫ বিধায়ককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে সাবেক নারী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনাও রয়েছেন। কেন্দ্রশাসিত অঞ্চলটির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অফিস থেকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের ছবি সরানোকে কেন্দ্র করে বিধানসভায় হট্টগোল করে কেজরিওয়ালের দল। এর জেরে বিধানসভার নিয়মভঙ্গের দায়ে দলটির ১৫ বিধায়ককে বরখাস্ত করেন স্পিকার বিজেন্দ্র গুপ্ত। খবর এনডিটিভির।
চলতি মাসের শুরুতেই দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যায় এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আম আদমি পার্টি। এ ধাক্কা কাটতে না কাটতেই এবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ১৫ বিধায়ককে দিল্লি বিধানসভা থেকে সাময়িক বরখাস্ত করা হলো। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন রেখা গুপ্তা। আর রাজ্যপাল হিসেবে বিনাই কুমার সাক্সেনা। এরপরই তাদের কার্যালয় থেকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং ও সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের ছবি সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয় আম আদমি পার্টি। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দিল্লি বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন সাবেক মুখ্যমন্ত্রী অতিশী। এর জেরে ব্যাপক শোরগোল তৈরি হলে বিধানসভার নিয়মভঙ্গের দায়ে স্পিকার বিজেন্দ্র গুপ্তা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ১৫ বিধায়ককে সাময়িক বরখাস্ত করেন। দিল্লির মসনদ হারানোর পর বর্তমানে পাঞ্জাবে রয়েছে আম আদমি পার্টির সরকার। তবে রাজ্যটিতে পাঞ্জাবের ৩২ জন বিধায়ক দলবদলের প্রস্তুতির পাশাপাশি কংগ্রেস ও বিজেপির সঙ্গে তারা গোপনে যোগাযোগ রাখছে বলে অভিযোগ তুলেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।

×