ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

এবার সিরিয়ায় ইসরাইলের হামলা

প্রকাশিত: ২০:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

এবার সিরিয়ায় ইসরাইলের হামলা

সিরিয়ার দামেস্কের কিসওয়া শহরে বিমান হামলা চালায় ইসরাইল

গাজা ও লেবানন যুদ্ধের রেশ না কাটতেই এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী (আইএএফ)। বুধবার রাজধানী দামেস্কের সংলগ্ন কিসওয়া শহর এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে এই হামলা। খবর আরটির।
এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে বলা হয়েছে, দামেস্কের সংলগ্ন কিসওয়া শহর দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে বেশ কয়েকটি কমান্ড সেন্টার এবং অস্ত্রাগার ধ্বংস করেছে বিমানবাহিনী। এসব সামরিক স্থাপনা ইসরাইল এবং তার নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি ছিল। পরে পৃথক এক বিৃবতিতে প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, আমরা সিরিয়ার দক্ষিণাঞ্চল নিয়ে নতুন নীতি নিয়েছি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার এই অঞ্চলকে অসামরিকীকরণের নির্দেশ দিয়েছেন। কারণ এর সঙ্গে ইসরাইলের নাগরিকদের নিরাপত্তা সরাসরি সম্পর্কিত। সিরিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনী কিংবা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি ভবিষ্যতে ঘাঁটি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আগ্নেয়াস্ত্র দিয়ে আমরা তা প্রতিহত করব।

×