ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

পুতিন-ট্রাম্প বৈঠক হওয়া উচিত: ক্রেমলিন

প্রকাশিত: ১৯:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

পুতিন-ট্রাম্প বৈঠক হওয়া উচিত: ক্রেমলিন

ছবি: সংগৃহীত

ক্রেমলিনের মুখপাত্র বলেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে একটি ব্যক্তিগত বৈঠক হওয়া উচিত—এ বিষয়ে পারস্পরিক বোঝাপড়া রয়েছে, তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা হয়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে দিমিত্রি পেসকভ জোর দিয়ে বলেন, বৈঠকটি ভালোভাবে প্রস্তুত করা জরুরি।

তিনি বলেন, রাষ্ট্রপ্রধানদের এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে রিয়াদে হওয়া আলোচনার ফলাফল পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষজ্ঞ পর্যায়ের যোগাযোগ চালিয়ে যাওয়া হবে, যা শেষ পর্যন্ত সম্মেলনের প্রস্তুতির দিকে নিয়ে যাবে।

পেসকভ আরও বলেন, বর্তমানে পুতিন ও ট্রাম্পের মধ্যে আরেকটি ফোনালাপের কোনো পরিকল্পনা নেই। তবে যেহেতু রাশিয়া-যুক্তরাষ্ট্র সংলাপ আবার শুরু হয়েছে, তাই ভবিষ্যতে দুই নেতার মধ্যে আরও একটি ফোনালাপের সম্ভাবনা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি, জানুয়ারিতে ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর পুতিন ও ট্রাম্পের মধ্যে প্রথম ফোনালাপ হয়। তারা বন্দী বিনিময়, ইউক্রেন সংকটের সম্ভাব্য সমাধান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং রাশিয়া-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পেসকভ স্পষ্ট করেন যে, এমন কোনো মিশনে চীনা সেনাদের অংশগ্রহণের বিষয়ে মস্কো কোনো আলোচনা করেনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিরল খনিজ সম্পদ নিয়ে সম্ভাব্য চুক্তি সম্পর্কে জানতে চাইলে পেসকভ বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে। বিশেষ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরের পর এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে।

সোর্স: আনাদোলু

শরিফ

×