ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মার্কিন নাগরিকত্ব ইস্যুতে গ্রিন কার্ডের পরিবর্তে আসছে গোল্ড কার্ড

প্রকাশিত: ১৮:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

মার্কিন নাগরিকত্ব ইস্যুতে গ্রিন কার্ডের পরিবর্তে আসছে গোল্ড কার্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্যমান গ্রিন কার্ড বা EB-5 ব্যবস্থার পরিবর্তে একটি নতুন "গোল্ড কার্ড" রেসিডেন্সি পারমিট চালুর কথা ঘোষণা করেছেন, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ মিলিয়ন ডলার। আর এই ঘোষণার পরই অনেকের মনেই প্রশ্ন জেগেছে এই 'গোল্ড কার্ড' নিয়ে। 

গ্রিন কার্ড সাধারণত কর্মসংস্থান, পারিবারিক স্পনসরশিপ, বা বিনিয়োগের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেয়।

গোল্ড কার্ড ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে সরাসরি মার্কিন স্থায়ী আবাসিক সুবিধা প্রদান করবে এবং এটি নাগরিকত্বের পথও সুগম করবে।

ট্রাম্প এই প্রসঙ্গে বলেন, এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং আমেরিকান নাগরিকত্বের পথ দেখাবে।

বর্তমানে চালু থাকা EB-5 অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রাম ১৯৯২ সালে চালু হয়, যেখানে বিনিয়োগকারীরা ১.০৫ মিলিয়ন ডলার (বা সংকটাপন্ন অঞ্চলে ৮ লক্ষ ডলার) বিনিয়োগ করলেই গ্রিন কার্ড পেয়ে যেতেন। ট্রাম্প মনে করছেন, এই প্রক্রিয়াটি ধীর এবং জটিল। নতুন গোল্ড কার্ড সিস্টেম ধনী বিনিয়োগকারীদের জন্য 'সরাসরি ক্রয়' করার মত বিকল্প পথ খুলে দেবে এবং মার্কিন অর্থনীতিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবে।

ট্রাম্প আরও বলেন, "এই প্রোগ্রাম থেকে বিপুল পরিমাণ রাজস্ব তৈরি হবে, যা মার্কিন জাতীয় ঋণ পরিশোধে সহায়তা করতে পারে"। তিনি ১০ লাখ গোল্ড কার্ড বিক্রির সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।

ট্রাম্পের মতে, বিশ্বের ধনী ব্যক্তি এবং সফল উদ্যোক্তারাই এই ভিসার জন্য উপযুক্ত আবেদনকারী হবেন। রাশিয়ান নাগরিকরা কি এই প্রোগ্রামের আওতায় আসবে? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অভিজাতদের চিনি যারা খুব ভালো মানুষ। তারা এই গোল্ড কার্ডের সুবিধা অবশ্যই নেবেন"।মনে করা হচ্ছে, এই নতুন ভিসা প্রোগ্রাম আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হবে।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

ফুয়াদ

×