ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ট্রাম্পের ঘোষণা: গোল্ড কার্ড কিনে বসবাস করা যাবে যুক্তরাষ্ট্রে!

প্রকাশিত: ১৮:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের ঘোষণা: গোল্ড কার্ড কিনে বসবাস করা যাবে যুক্তরাষ্ট্রে!

ছবি: সংগৃহীত

বিদেশি বিনিয়োগকারীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকে সহজ করার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে আমেরিকার নাগরিকত্বের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা প্রোগ্রাম চালু করার সুবিধা শুরু করেছেন ট্রাম্প, যা ৫ মিলিয়ন ডলারে কেনা যাবে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন যে তিনি ‘ইবি-৫’ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি ‘গোল্ড কার্ড’ চালু করবেন। এই গোল্ডেন কার্ড হবে গ্রিন কার্ডের ‘প্রিমিয়াম সংস্করণ’। মার্কিন নাগরিকত্ব অর্জনের ‘পথ খুলে দেবে’ এই গোল্ড কার্ড।

ট্রাম্প বলেন, ‘এই গোল্ড কার্ড নাগরিকত্বের রুট হবে। ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এবং এই কার্ড কিনতে পারবেন। তারা এখানে এসে আরও ধনী হবেন, সাফল্য অর্জন করবেন, এখানে অনেক খরচ করবেন এবং কর দেবেন। আমাদের অনেক নাগরিকদের কর্মসংস্থান তৈরি করে দেবেন।’

তিনি জানান, আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রকল্প চালু হয়ে যাবে। এদিকে ঠিক কীভাবে এই প্রকল্প চলবে, তা স্পষ্ট করেননি তিনি।

শিহাব

×